![দুপচাঁচিয়ায় আ.লীগের উদ্যোগে মুজিবনগর দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/sova_abnews_135692.jpg)
দুপচাঁচিয়া (বগুড়া), ১৭ এপ্রিল, এবিনিউজ : দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক এমদাদুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, সহসভাপতি আমিনুর রহমান, লোকমান আলী মহলদার, সাইফুল ইসলাম, তপন কুন্ডু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, এনামুল হক রানা, ত্রাণ ও পুনবার্সন সম্পাদক সাইদার রহমান ফকির।
আরো বক্তভ্য রাখেন- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, কৃষি বিষয়ক সম্পাদক লবিজ উদ্দিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, পৌর আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার, আ.লীগ নেতা নূর মোহাম্মদ, শামছুল ইসলাম, মোখলেছার রহমান প্রমুখ।
আলোচনা সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের সদস্য ও জাতীয় ৪ নেতাসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/এমসি