বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

গাইবান্ধায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

গাইবান্ধায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

গাইবান্ধা, ১৭ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধায় আজ মঙ্গলবার সরকারি ও বেসরকারিভাবে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসূচি গ্রহণ করে।

জেলা প্রশাসনের উদ্যোগে শহরে র‌্যালি ও পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম সাদিকুর রহমান, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকী, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার প্রমুখ।

এদিকে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ এক আলোচনা সভার আয়োজন করে।

জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ-শামস-উল আলম হীরুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডলসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ নেতৃবৃন্দের মধ্যে শহিদুল ইসলাম আবু, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, আব্দুল লতিফ আকন্দ প্রমুখ।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত