শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পলাশবাড়ীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

পলাশবাড়ীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

পলাশবাড়ী (গাইবান্ধা), ১৭ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে পলাশবাড়ী এস.এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় হতে একটি বিশাল র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, থানা অফিসার ইনচার্জ মাহামুদুল আলম, আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।

আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, শহিদুল ইসলাম বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

বিকেলে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় চৌমাথা মোড়ে ঐতিহাসিক মুজিব নগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত