বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ইবি রোভার স্কাউটের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

ইবি রোভার স্কাউটের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

ইবি, ১৭ এপ্রিল, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের সহচর স্তরের সদস্য সংগ্রহে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত টিএসসিসির রোভার ডেনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইবি রোভার স্কাউটের সভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারীর অনুমতিতে অনুষ্ঠিত পরীক্ষায় মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন এর সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ইবি রোভার স্কাউট গ্রুপের আরএসএল অধ্যাপক ড. কামরুল হাসান ও অধ্যাপক ড. আমিনুল ইসলাম, ইবি রোভার স্কাউট গ্রুপ ইউনিট কাউন্সিলের সভাপতি মো: আশফুল ইসলাম, সহ-সভাপতি মো: আবু তাহের, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাজল, প্রচার সম্পাদক আখতার হোসেন আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, সহকারী অফিস সম্পাদক মো. ইউসুফ, সহকারী ক্রীড়া সম্পাদক শামীমুল ইসলাম সুমনসহ অন্যান্য সদস্যরা।

প্রসঙ্গত, গত ৭এপ্রিল ২০১৭-১৮ শিক্ষাবর্ষে রোভার স্কাউটের সহচর স্তরের সদস্য সংগ্রগের জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে বিভিন্ন বিভাগ থেকে ১৪০ জন শিক্ষার্থী আজ মৌখিক পরীক্ষায় অংশ নেয়।

উল্লেখ্য, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল রোভার ডেনের নোটিশ বোর্ড ও ইবি রোভার স্কাউট গ্রুপের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত