![আশাশুনিতে মাধ্যমিক শিক্ষক সমিতির সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/17/sova_abnews_135699.jpg)
আশাশুনি (সাতক্ষীরা), ১৭ এপ্রিল, এবিনিউজ : আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এক সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির নব-নির্বাচিত সভাপতি এএসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক এস এম আবু ছাদেকের সঞ্চলনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন প্রধান শিক্ষক শফিউল্লাহ।
গীতা পাঠ করেন প্রধান শিক্ষক যগেন্দ্র নাথ মন্ডল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি এএসএম মোস্তাফিজুর রহমান।
আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি অরুব কুমার গাইন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক শংকর কুমার গাইন, সাংগঠনিক সম্পাদক গনেশ বৈদ্য, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডল, সহকারী প্রধান শিক্ষক তরুন কান্তি সানা, সহকারী শিক্ষক সাধন চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দাউদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় সমিতির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও সমিতিকে গতীশিল করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি