বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
শেখ আফিল উদ্দিন এমপি

বিদ্যুতের আলোবিহীন শার্শার কোন ঘর থাকবে না

বিদ্যুতের আলোবিহীন শার্শার কোন ঘর থাকবে না

শার্শা (যশোর), ১৭ এপ্রিল, এবিনিউজ : সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকার প্রতিশ্রুতি দিয়ে জনগনকে ভোগায় না। উন্নয়নের রাজনীতি করে জনগনের সুখের জন্য।

তাই আজ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। যা শার্শার জনগণও ভোগ করে চলেছে। সরকার ক্ষমতায় আসার পর থেকে বিদ্যুৎ সহ সকল উন্নয়ন একযোগ চলছে। বিদ্যুতের নতুন সংযোগ অব্যাহত রয়েছে। যা শার্শার অজপাড়াগায়ে পর্যন্ত প্রভাব ফেলেছে, পর্য্যায়ক্রমে চলবে।

বিদ্যুতের আলোবিহীন শার্শার কোন ঘর থাকবে না। আগামী নির্বাচনের আগে ইনশা-আল্লাহ শার্শার প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বালাতে সক্ষম হবো। শার্শা উপজেলার বেড়ি নারায়নপুর গ্রামে নতুন বিদ্যুত সঞ্চালন লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

অনুষ্ঠানটি আজ মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শার্শা উপজেলার বেড়ি নারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় বিপুল পরিমান মানুষের উপস্থিতিতে উৎসব এলাকায় পরিণত হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন বিদ্যুতের সংযোগ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, আওয়ামী লীগ নেতা শামছুর রহমান ও শার্শা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সাধারন সম্পাদক মশিউর রহমান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ সালেহ আহমেদ মিন্টু, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ ওয়াহেদুর রহমান, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার রুহুল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ স্থানীয় আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন আ. লীগ নেতা ওহিদুল হক পুটু।

এবিএন/ইয়ানুর রহমান/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত