পাইকগাছা (খুলনা), ১৭ এপ্রিল, এবিনিউজ : ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে খুলনার পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ্যাড. গ.ম বাবর আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান।
পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু, শিক্ষার্থী সুমাইয়া বিনতে মাসুদ, গোলাম আলী গাজী, রাম নারায়ণ বাছাড়, কাকন সানা ও তামান্না আফরোজ।
এবিএন/তৃপ্তি রঞ্জন সেন/জসিম/এমসি