![বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/bagerhat_abnews24_135726.jpg)
বাগেরহাট, ১৮ এপ্রিল, এবিনিউজ : বাগেরহাটের ফকিরহাট উপজেলা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী ও সন্তান।
আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কাঁঠালতলা এলাকার বাগেরহাট-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আনিসুজ্জামান (৪০)। হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে বাগেরহাট থেকে খুলনা যাচ্ছিলেন আনিসুজ্জামান। পথে একটি বাস তাদের ধাক্কা দিলে ৩ জনই ছিটকে রাস্তায় পড়ে। এ সময় ঘটনাস্থলেই আনিসুজ্জামানের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এবিএন/সাদিক/জসিম