![জামালপুরে কেন্দ্র সচিবসহ দুইজনের ৫০হাজার টাকা জরিমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/jamalpur-hsc_135736.jpg)
জামালপুর, ১৮ এপ্রিল, এবিনিউজ : জামালপুরের ইসলামপুরে এইচএসসি পরীক্ষার কেন্দ্র সচিব একেএম মোস্তাফা কামাল ও অফিস সহায়ক রেজাউল করিম বেলালকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার বিকেলে কারিগরি শিক্ষা বোর্ড এর অধিনে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) একাদশ শ্রেণির হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ-১ বিষয়ক পরীক্ষার দিনে বেলগাছা উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজ কেন্দ্রে ঘটনাটি ঘটে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান-কেন্দ্র সচিবের সহায়তায় প্রশ্নপত্র ফাঁশের মাধ্যমে পরিক্ষা হলের বাইরে থেকে উত্তরপত্র লেখানো হচ্ছিল। খবরের সত্যতার জন্য কেন্দ্রে ঝটিকা অভিযান চালানো হয়।
পরিক্ষা শেষে বিকেল ৫টার দিকে ৩টি উত্তরপত্র বেশি পাওয়া যায়। যার দু’টিতে স্টার মার্ক করা ওয়েমারের রোল নম্বর ৬১৪১৫৪ ও ৬১৪১২১ পাওয়া যায়। এই অতিরিক্ত ৩টি উত্তরপত্রের বিষয়ে কেন্দ্র সচিব ও অফিস সহকারি বেলাল কোন যুক্তিসঙ্গত জবাব দিতে পারেন নি।
ভ্রাম্যমাণ আদালতে অসদোপায় অবল্বম্বনের মাধ্যমে বাড়তি ৩টি উত্তরপত্র কেন্দ্রর বাইয়ে থেকে বহিরাগতদের দিয়ে উত্তরপত্রে পরীক্ষা নেওয়া প্রমানিত হওয়ায় কেন্দ্র সচিব একেএম মোস্তাফা কামাল ও অফিস সহায়ক রেজাউল করিম বেলালকে আটক করা হয়।
রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের ১১ (খ) ধারায় কেন্দ্র সচিব ও অধ্যক্ষ একেএম মোস্তাফা কামাল কে ৪০হাজার ও অফিস সহায়ক রেজাউল করিম বেলালকে ১০হাজার টাকা জরিমানা পরিশোধে করে মুক্তি পান। কিন্তু প্রাপ্ত রোল নাম্বারধারী পরিক্ষার্থীর সন্ধান নাপেলেও এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার কথা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম ও ম্যাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তাফা এতে উপস্থিত ছিলেন।
এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর