শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মেঘনা নদীতে বালু উত্তোলনের দায়ে ৬ জনের কারাদন্ড

মেঘনা নদীতে বালু উত্তোলনের দায়ে ৬ জনের কারাদন্ড

মেঘনা নদীতে বালু উত্তোলনের দায়ে ৬ জনের কারাদন্ড

চাঁদপুর, ১৮ এপ্রিল, এবিনিউজ : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ষাটনল লঞ্চঘাট সংলগ্ন চর চারআনী মৌজা এলাকায় মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৩টি ড্রেজার, ৩টি বাল্কহেডসহ ৬ শ্রমিককে আটক করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। মোহনপুর নৌ-পুলিশ অভিযানে সহায়তা করে। গতকাল রাতে তিন বাল্কহেড মালিককে আর্থিক জরিমানা করা হয়। ৩টি ড্রেজার মোহনপুর নৌ-পুলিশের জিম্মায় রয়েছে।

আটককৃত ড্রেজারগুলো হচ্ছে : মা-বাবার দোয়া, মুমু-সুবর্ণা ও বেপারী ড্রেজার। আটককৃতরা হলো : রাসেল (২০), মোঃ সিরাজ (২৭), মোঃ তোফায়েল (২৪), মোঃ ফায়েজুল (২৫), মোঃ শাহীন (৩২) ও মোঃ রুবেল (২১)। এদেরকে মোবাইল কোর্ট আইনের ২০০৯-এর তফসিল ভুক্ত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ (১) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা সবাই ওই সব ড্রেজার ও বাল্কহেডের কর্মচারী। মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, ভ্রাম্যমাণ আদালতে আটকদের এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

এবিএন/শ্যামল চন্দ্র দাস/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত