বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বোয়ালখালীতে গ্রিল কেটে দোকানের মালামাল চুরি

বোয়ালখালীতে গ্রিল কেটে দোকানের মালামাল চুরি

বোয়ালখালী, ১৮ এপ্রিল, এবিনিউজ : বোয়ালখালীতে দোকানের গ্রিল কেটে টেম্পুতে করে মালামাল নিয়ে গেছে চোরের দল। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের ভুবন বিশ্বাসের পোল এলাকার বিছমিল্লাহ স্টোরে এ ঘটনা ঘটেছে।

দোকানের স্বত্ত্বাধিকারী সালাহ্ উদ্দিন জানান, প্রতিদিনের মতো রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ী চলে যায়। সকালে এসে দেখি দোকানের গ্রিল কাটা, মালামাল উধাও। বৃষ্টি হওয়ায় দোকানের সামনের সড়কের কাঁচা মাটিতে টেম্পুর চাকার ছাপ আছে। চোরের দল প্রায় এক লাখ বিশ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে জানান তিনি।

আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হামিদুল হক মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে প্রযোজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এবিএন/ রাজু দে/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত