শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • চট্টগ্রামে দুদকের মামলায় গ্রেফতার বন্দর কর্মকতার জামিন
একদিনের ব্যবধানে

চট্টগ্রামে দুদকের মামলায় গ্রেফতার বন্দর কর্মকতার জামিন

চট্টগ্রামে দুদকের মামলায় গ্রেফতার বন্দর কর্মকতার জামিন

চট্টগ্রাম, ১৮ এপ্রিল, এবিনিউজ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার হওয়া চট্টগ্রাম বন্দর কর্মকর্তা সন্দীপন চৌধুরীকে একদিনের ব্যবধানে জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাকিম আল ইমরানের আদালত তাকে জামিন দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী ছানোয়ার আহমেদ লাভলু এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার দুপুর ১টার দিকে পাঁচ বছর আগে দায়ের করা দুর্নীতির এক মামলায় সন্দীপন চৌধুরীকে গ্রেফতার করে দুদক।

দুদক আইনজীবী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, ‘সোমবার গ্রেফতারের পর আসামিকে আদালতে পাঠানো হলে সন্দীপন চৌধুরী পক্ষে অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল জামিন আবেদন করেন। তিনি বলেন, জামিনের বিরোধিতা করেছিলাম কিন্তু শুনানি শেষে আদালত তাকে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত অন্তবর্তী জামিন দিয়েছেন।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন বলেন, বিভিন্ন সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মালামাল ক্রয়ে দুর্নীতির আশ্রয় নিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন উপ-প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরী।

উল্লেখ্য, অনিয়মের মাধ্যমে সরকারি পণ্য ক্রয় করায় চট্টগ্রাম বন্দরের ছয় কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে ২০১৩ সালের ২৩ অক্টোবর পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রথম মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন মেসার্স জনতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল নাহিয়ান, চট্টগ্রাম বন্দরের নৌ প্রকৌশল বিভাগের উপ-প্রধান প্রকৌশলী (মেরিন) খোরশেদ আলম, নির্বাহী প্রকৌশলী (মেরিন) আমিনুল ইসলাম, অর্থ ও হিসাব বিভাগের উপ-প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সন্দীপন চৌধুরী ও নৌ বিভাগের সহকারী হারবার মাস্টার (অপারেশন) নুর আহম্মদ।

দ্বিতীয় মামলায় শাহ আমানত ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ওয়ার্কশপের স্বত্বাধিকারী আরিফুর রহমান ভূঁইয়া ও প্রথম মামলার বন্দরের চার কর্মকর্তাকে আসামি করা হয়েছে। তৃতীয় মামলায় চট্টগ্রাম বন্দরের ওয়ার্কশপ ম্যানেজার এসএম শাহজাহান, সহকারী কারখানা অধিক্ষক-২ আবদুর রাজ্জাক ও প্রথম মামলার পাঁচ জনসহ মোট সাতজনকে আসামি করা হয়। দুদকের চট্টগ্রাম কার্যালয়-১-এর উপ-সহকারী পরিচালক মো. শহিদুল আলম সরকার নগরীর বন্দর থানায় মামলা তিনটি দায়ের করেন।

মামলার বাদী শহিদুল আলম সরকার জানান, চট্টগ্রাম বন্দরের নৌ বন্দর কর্তৃপক্ষের জন্য দরপত্রের মাধ্যমে জাহাজের টারবো চার্জার, এক্সজাস্ট মেনিপোল্ট ও এভিআর ক্রয়ের কথা। কিন্তু তারা পরস্পর যোগসাজশের মাধ্যমে অনিয়ম করে এসব পণ্য কিনেছেন। তাই তাদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/ রাজীব সেন প্রিন্স/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত