![ঝিনাইদহে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল ও স্বারক লিপি প্রদান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/jhenaidah-freedom2_135752.jpg)
ঝিনাইদহ, ১৮ এপ্রিল, এবিনিউজ : ঝিনাইদহে মুক্তিযোদ্ধা কোটা পুন:বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধারা। আজ বুধবার সকাল ১১ টার দিকে স্থানীয় পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে স্বাধীনতার বিপক্ষের শক্তির মুক্তিযোদ্ধা কোটা বাতিলের বিপক্ষে ও কোটা পুন:বহালের দাবিতে শ্লোগান দেওয়া হয়।
পরে মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর কোটা বহালের দাবি সম্বলিত স্বারক লিপি প্রদান করেন। এসময় জেলা মুক্তিযাদ্ধা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এবিএন/ যবনিকা/জসিম/নির্ঝর