
কচুয়া(বাগেরহাট) , ১৮ এপ্রিল, এবিনিউজ : কচুয়ায় ব্যাংকে বয়স্ক ভাতা উত্তোলন গিয়ে আব্দুল মজিদ খান (৮৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
জনায়ায়,উপজেলার আরাজি মালিপাটন গ্রামের আব্দুল মজিদ খান মঙ্গলবার বয়স্ক ভাতা উত্তোনের জন্য বাধাল বাজার কৃষি ব্যাংক শাখায় যান। সেখানে সকাল থেকে প্রায় সন্ধা পর্যন্ত লাইনে দাড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ কম্পেলেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ভুক্তভোগিরা জানান ইউনিয়নের উপকার ভোগিদের বয়স্ক ভাতা, বিধাব ভাতা ও প্রতিবন্ধি ভাতা একসাথে নির্দ্ধিষ্ট দিনে দেওয়া হয়। তাই সারা দিন ব্যাংকে লাইনে দাড়িয়ে থেকে ভাতা নিতে এসে অনেকেই অসুস্থ হয়ে পড়ে।
এবিএন/ শুভংকর দাস বাচ্চু/জসিম/নির্ঝর