বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • শিক্ষাঙ্গন
  • মেলান্দহ বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবিতে ছাত্র আন্দোলন

মেলান্দহ বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবিতে ছাত্র আন্দোলন

মেলান্দহ বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবিতে ছাত্র আন্দোলন

জামালপুর, ১৮ এপ্রিল, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে আজ থেকে বৃহত্তর আন্দোলন ডাক দিয়েছে শিক্ষার্থীরা।

সকাল থেকে ক্লাশ বর্জন করে ক্যাম্পাসে দফায় দফায় মিছিল-সমাবেশ এবং বারান্দায় বসে প্ল্যাকার্ড প্রদর্শন করছে। বেশির ভাগ শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে লেখা "আর নয় দেরি, চাই ভিসি প্রজ্ঞাপন জারি"।

এর আগেও কয়েকদফা আন্দোলনের মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন ভিসি নিয়োগের বিষয়টি উর্ধ্বতন মহলকে জানানোর আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দালন প্রত্যাহর করেছিল।

উল্লেখ্য, শিক্ষার্থী বায়জিদ, আশরাফুল আলম, ইরফান ফকির, আলিফ হোসেন খান জানান-শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারীজ কলেজকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হলেও; ভিসি নিয়োগ কিংবা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু নাকরার ক্ষোভে আমরা আন্দোলন করছি।

উপাধ্যক্ষ রফিকুল বারী মামুন বলেন-বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিংবা ভিসি নিয়োগের বিষয়টি সম্পূর্ণ সরকারের। এখানে আমাদের কোন হাত নেই। যতটুকু জেনেছি বিষয়টি উর্ধ্বতন মহলে প্রক্রিয়াধীন আছে।

এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত