শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাইবান্ধায় শিশু মেলার উদ্বোধন

গাইবান্ধায় শিশু মেলার উদ্বোধন

গাইবান্ধা, ১৮ এপ্রিল, এবিনিউজ : নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় গাইবান্ধায় শিশু মেলা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিস গাইবান্ধা, গণ যোগাযোগ অধিদপ্তর, তথ্য মন্ত্রনালয় এবং জেলা শিশু বিষয়ক কার্যালয়ের আয়োজনে গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর আমান উল্লা উচ্চ বিদ্যালয় মাঠে শিশু ও নারীর অধিকার, বাল্য বিয়ে, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু সুরক্ষা ও শিশুর মানসিক বিকাশে সচেতনতা সৃষ্টির লক্ষে ২ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে ।

গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া। অন্যান্যদের মধ্যে সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান রশীদা বেগম ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস বেগম প্রমুখ। এবারের শিশু মেলায় মোট ১৫টি ষ্টল অংশগ্রহন করেন।

এবিএন/ আরিফ উদ্দিন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত