![পলাশবাড়ীতে মরা গরুর মাংসসহ কসাই আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/palashbari-goru_135764.jpg)
গাইবান্ধা, ১৮ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে মরা গরুর মাংস বিক্রি কালে হাতে-নাতে কসাই তারা মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার ভ্রাম্যমান আদালতে আটককৃত কসাইয়ের ২১ দিনের জেল এবং ৬ মাস মাংস বিক্রয় বন্ধের সাজা প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার মামুদপুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে পেশাদার কসাই তারা মিয়া একই গ্রামের দুলা মিয়ার মালিকানাধীন আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের একটি অসুস্থ বকনা গরু মাত্র ৮ হাজার টাকায় কিনে নেন।
এদিকে প্রায় মৃত্যু মুখে পতিত গরুর মালিক দুলা মিয়ার বাড়ী থেকে জবাই করার উদ্দেশ্যে গরুটি সরাসরি রিক্সাভ্যান যোগে স্থানীয় গোডাউন বাজারে নেয়।
গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার হরিণাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরা গরুর মাংস উদ্ধারসহ কসাই তারা মিয়াকে হাতে-নাতে আটক করেন।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারি কমিশনার (ভূমি) মো.আরিফ হোসেন অবগত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় ভ্রাম্যমান আদালতে ধৃত কসাই তারা মিয়ার ২১ দিনের জেল তৎসহ ৬ মাস কোন প্রকার গরু-ছাগল জবাই নিষিদ্ধ ঘোষনা করে রায় প্রদান করেন।
এবিএন/ আরিফ উদ্দিন/জসিম/নির্ঝর