![শ্রীমঙ্গলে ৩ মাদক ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/sreemangal-rab-atok_135766.jpg)
শ্রীমঙ্গল, ১৮ এপ্রিল, এবিনিউজ : শ্রীমঙ্গলের বিদ্যাবিল চা বাগান থেকে অভিযান চালিয়ে হুইস্কি, বিয়ার, মোবাইল ফোন, সিম কার্ড ও মেমোরীকার্ড সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলার কেজুরীছড়া চা বাগানের বিদ্যাবিল মোগলাম বস্তি এলাকা থেকে ৬৮ বোতল হুইস্কি, ৪৬ বোতল বিয়ার, ১টি মোবাইল ফোন, একটি সিম কার্ড ও একটি মেমোরী কার্ডসহ ৩ মাদক ব্যবাসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলো রজো পট নায়েক (৬০), সজল পট নায়েক (২৫) ও উজ্জল পট নায়েক (২৭)। এদের সকলের বাড়ি শ্রীমঙ্গলের মোগলাম বস্তি। উদ্বারকৃত মাদকদ্রব্যসহ আসামীদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিএন/ আতাউর রহমান কাজল/জসিম/নির্ঝর