বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • টাঙ্গাইলে জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইলে জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টাঙ্গাইল, ১৮ এপ্রিল, এবিনিউজ :টাঙ্গাইলে জেলা শিক্ষক সমিতির ১২তম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে জেলা শিক্ষক সমিতির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমীতে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। উদ্বোধন করেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবু বকর সিদ্দিক। জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আশরাফুল মমিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও কেন্দ্রীয় বাশিস এর সহ-সভাপতি ও রঞ্জিত কুমার সাহা, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, জেলা বাশিস এর সাবেক সভাপতি এস এম শাহাদৎ হোসেন, আব্দুল বাছেত মিয়া।

অন্যান্যর মধ্যে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাওছার আলী শেখ সহ জেলার সকল উপজেলা শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।

সম্মেলনে মো. শামীম আল মামুন সভাপতি ও মীর মনিরুজ্জামন সাধারণ সম্পাদক করে ১১৭ সদস্য বিশিষ্ট জেলা শিক্ষক সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

এবিএন/তারেক আহমেদ/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত