শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • দুর্গাপুরে বর্ষবরণ সমাপনীতে শিক্ষার্থীদের সংবর্ধনা

দুর্গাপুরে বর্ষবরণ সমাপনীতে শিক্ষার্থীদের সংবর্ধনা

দুর্গাপুরে বর্ষবরণ সমাপনীতে শিক্ষার্থীদের সংবর্ধনা

দুর্গাপুর (নেত্রকোনা), ১৮ এপ্রিল, এবিনিউজ: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ঝানজাইল উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানের সমাপনীতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

ঝানজাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এয়াকুব আলী নওয়াব এর সভাপতিত্বে শিক্ষক মাহমুদূল আলম ভূইয়া‘র সঞ্চালনায় মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয় সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ট্যালেন্টপুলে ১০জন ও ঝানজাইল উচ্চ বিদ্যালয় থেকে টেলেন্টপুলে ৩জন সহ বৃত্তিপ্রাপ্ত ২১জন শিক্ষার্থীকে সাপ্তাহিক সুসঙ্গ বার্তার পক্ষ থেকে সংবর্ধনা শেষে ক্রেস্ট প্রদান করেন।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এসএমসি সভাপতি গোবিন্দ চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক বজলুল কাদের, সিনিয়র শিক্ষক তপন চন্দ্র সাহা, প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহাব উদ্দিন খান দেলু, আওয়ামীলীগনেতা মো. মফিজ উদ্দিন তালুকদার, সুসঙ্গবার্তার সম্পাদক মো. জামাল তালুদদার প্রমুখ। সংবর্ধনা শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত