![নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ ব্যবসায়ী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/atok_abnews_24_135772.gif)
আত্রাই (নওগাঁ),১৮ এপ্রিল, এবিনিউজ : নওগাঁর আত্রাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ বুধবার এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী খাইরুল ইসলাম (২৪) উপজেলার জাত আমরুল গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র ।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জাত আমরুল এলাকায় এক মাদক ব্যবসায়ী অবস্থান করছে। এমন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবাসহ খাইরুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত খাইরুল ইসলামের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।
আজ বুধবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/রুহুল আমিন/জসিম/নির্মল