![দুর্গাপুরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/abnews-24.b_135773.jpg)
দুর্গাপুর (নেত্রকোনা), ১৮ এপ্রিল, এবিনিউজ: নেত্রকোনার দুর্গাপুরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল খাদিজা আক্তার (১৪) নামে এক নাবালিকা। আজ বুধবার দুপুরে উপজেলার বাকলজোরা ইউনিয়নের সালুয়াকান্দা গ্রামে এঘটনা ঘটে। খাদিজা ঐ গ্রামের আবুল হাসেমের কন্যা।
জানা যায়, বুধবার সালুয়াকান্দা গ্রামের আবুল হাসেমের ১৪ বছর বয়সী কন্যা খাদিজাকে বিয়ে দেওয়ার জন্য যাবতীয় প্রস্ততি সম্পন্ন হয়। বাল্য বিয়ের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ এর হস্তক্ষেপে সংশিষ্ট ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। ইউএনও বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে সাথে সাথেই সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে পাঠিয়ে বিবাহ বন্ধ করা হয়েছে।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা