![ইবিতে ‘লোকসংগীত ও বিজ্ঞান’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/iu_abnews_24_135774.gif)
ইবি (কুষ্টিয়া), ১৮ এপ্রলি, এবনিউিজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘লোকসংগীত ও বিজ্ঞান: সম্পর্কের সূত্রায়ণ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের আয়োজনে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় অনুষদ ভবনের ১০৩ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগের সহকারী অধ্যাপক রওশন আরা সেতুর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহা. সাইদুর রহমান।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার সেন্ট পলস্ ক্যাথিড্রাল মিশন কলেজের সহযোগী অধ্যাপক ড. শেখ মকবুল ইসলাম।
সেমিনারে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রহমান হাবিব, অধ্যাপক ড. নাসরিন আক্তার, অধ্যাপক ড. মো. মনজুর রহমান, ড. শেখ রেজাউল করিম, ড. খোন্দকার আরিফা আক্তার, ড. মো. রশিদুজ্জামান, ড. সাইফুজ জামান, ড. ইয়াসমিন আরা সাথী ও তিয়াশা চাকমা প্রমূখ। এসময় ফোকলোর ও উক্ত বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
সেমিনারের প্রধান আলোচক লোকসংগীতের সাথে বিজ্ঞানের যে সম্পর্ক বিদ্যমান সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/নির্মল