![বোদায় এক বিধবাকে মারপিট করার অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/panchogoar_abnews24_135777.jpg)
বোদা (পঞ্চগড়), ১৮ এপ্রিল, এবিনিউজ: পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের লাঠুয়া পাড়া গ্রামের স্বামী হারা এক অসহায় মহিলাকে মারপিট করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখার অভিযোগ উঠেছে। অসহায় এই মহিলাটি বর্তমানে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার বিবরণী সুত্রে জানা যায় এই গ্রামের আবুল কালাম আজাদের কন্যা স্বামী হারা হাসিনা এর সাথে একই গ্রামের মোঃ দুলালের জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিল।
পুর্ব শত্রুতার জের ধরে গত সোমবার তাকে দুলাল ও তার ছেলেরা হাসিনাকে একা পেয়ে কোন কিছু কথা না বলে অন্যায় ভাবে মেরে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যায়। স্থানীয় লোকজন তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি বোদা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এবিএন/লিহাজ উদ্দীন মানিক/জসিম/তোহা