বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ইউজিসিতে লিনাক্স ও নেটওয়ার্ক’র ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইউজিসিতে লিনাক্স ও নেটওয়ার্ক’র ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঢাকা, ১৮ এপ্রিল, এবিনিউজ : ‘এডভ্যান্সড লিনাক্স সিস্টেম/নেটওয়ার্ক এডমিনিস্ট্রেশন’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ প্রোগ্রামের সমাপনী এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান আজ ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৫ জন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য এই পেশাগত প্রশিক্ষণ প্রোগ্রামের আয়োজন করে।

প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, ইউজিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রক্ষিণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। প্রফেসর ড. মোঃ আখতার হোসেন, সদস্য, ইউজিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অজিত কুমার দেবনাথ, সিনিয়র প্রকিউরমেন্ট অফিসার (যুগ্ম-সচিব), উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ কে এম হাবিবুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (বিডিরেন), অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।ইউজিসিতে লিনাক্স ও নেটওয়ার্ক’র ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রফেসর মান্নান তার বক্তব্যে বলেন, এ জাতীয় প্রশিক্ষণের মূখ্য উদ্দেশ্য হচ্ছে উচ্চশিক্ষার গুণগতমান উন্নয়ন করা। বিশ্বের প্রযুক্তিগত পরিবর্তনের সাথে নতুন প্রজন্মকে পরিচিত করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

ইউজিসি সদস্য প্রফেসর আখতার হোসেন বলেন, দেশের উন্নয়নের জন্য আইটি খাতে দক্ষ জনবল এবং উদ্ভাবনী শক্তির প্রয়োজন। তাই লিনাক্স সিস্টেম পরিচালনার ক্ষেত্রে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের জন্য এ জাতীয় প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত