শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সাপাহারে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শুভ উদ্বোধন

সাপাহারে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শুভ উদ্বোধন

সাপাহারে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শুভ উদ্বোধন

সাপাহার (নওগাঁ), ১৮ এপ্রিল, এবিনিউজ: নওগাঁর সাপাহারে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলা সদরের কলেজ রোড পুরাতন মহুরীপট্টিতে অবস্থিত বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলীর সভাপতিত্বে এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহিদুল আলম, সমাজসেবা অফিসার রেজওয়ানুল হক, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজির উদ্দীন মিয়া, বিদ্যালয়ের পরিচালক লুৎফর রহমান, সাংবাদিক প্রদীপ সাহা প্রমূখ।

উল্লেখ্য প্রধান বলেন, উপজেলা পরিষদ থেকে মাননীয় সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার এমপি’র পরামর্শ নিয়ে উপজেলা প্রশাসনের অর্থায়নে এলাকার পঙ্গব্যক্তিদের পাশাপাশি সাপাহার প্রতিবন্ধী স্কুলের সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের হুইল চেয়ার দেওয়া এবং প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য পরিবহনের সুব্যবস্থা গ্রহন করার আশ্বাস প্রদান করেন।

এবিএন/নয়ন বাবু/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত