![গোবিন্দগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের মুজিবনগর দিবস পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/abnews-24.bbbbbbbbbb_135790.jpg)
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা), ১৮ এপ্রিল, এবিনিউজ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ঐতিহাসিক মজিবনগর দিবস পালন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পুমাল্য অর্পন, র্যালী, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক ও গাইবান্ধা-০৪-গোবিন্দগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নাজমুল ইসলাম লিটন।
তিনি বলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। নতুন প্রজন্মের মাঝে এ দেশের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য দেশের ইতিহাসবিদদের প্রতি আহবান জানান। তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের অ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।
গতকাল মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন আকন্দের সভাপতিত্বে ও মাফিজুর রহমান মিঠুর সঞ্চালনায় আয়োজিত মুজিবনগর দিবস পালন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তাঁতী লীগ উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি জহুরুল হক বেলাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সহ সভাপতি আনামত আলী সরকার, স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, রুহুল আমিন রোমান, সাইফুল ইসলাম, তাঁতী লীগ উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মুরাদ সরকার, তাঁতী লীগ পৌর শাখার আহবায়ক রুবেল সরকার প্রমূখ।
এবিএন/তাজুল ইসলাম প্রধান/জসিম/তোহা