
লক্ষ্মীপুর, ১৮ এপ্রিল, এবিনিউজ: লক্ষ্মীপুর সদরের হামছাদী এলাকায় ডাকাতিকালে কলেজ ছাত্র দীপ্ত পাল হত্যা মামলায় ১৪ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এসময় দন্ডপ্রাপ্ত প্রত্যক আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ডের আদেশ দেয়া হয়।
আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদলতের বিচারক নজমুল হুদা তালুকদার এ রায় দেন। এসময় আদালতে ১৪ জন আসামীর মধ্যে ৫ জন আসামী উপস্থিত ছিলেন। অন্য আসামীরা পলাতক রয়েছে। আদালত সূত্র জানায়, গত ২০১১ সালের ২ জুলাই রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজীর দীঘিরপাড় এলাকার কার্তিক পালের বসতঘরে পুলিশ পরিচয়ে মুখোশধারী ২০-২৫ জনের একদল ডাকাত হানা দেয়।
এসময় অস্ত্রের মুখে পরিবারে সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদটাকাসহ মূল্যবান মালামাল লুটে সংঘবদ্ধ ডাকাতদল। এক পর্যায়ে পরিবারের সদস্যরা বাধা দিলে কলেজ ছাত্র দীপ্ত পালের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে ডাকাতরা। এতে ঘটনাস্থলেই মারা যায় কলেজ ছাত্র দীপ্ত। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দীপ্তের চাচা সঞ্জয় পাল।
এ ঘটনায় নিহত দীপ্তের বাবা কার্তিক পাল পরদিন (৩ জুলাই) অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১৪ জনকে অভিযুক্ত করে ২০১৩ সালের ২৮ মার্চ লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিটন দেওয়ান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।। বিজ্ঞ আদালত বাদী ও বিবাদী পক্ষের দীর্ঘ শুনানিতে ২২ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন।
এদিকে মামলার বাদী এ রায়ের অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান।
এবিএন/অ.আ আবীর আকাশ/জসিম/তোহা