শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • রামগঞ্জে সিএনজি ষ্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ

রামগঞ্জে সিএনজি ষ্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ

রামগঞ্জে সিএনজি ষ্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ

লক্ষ্মীপুর, ১৮ এপ্রিল, এবিনিউজ: লক্ষীপুর জেলার রামগঞ্জ পৌরশহরেরর মাছ বাজার সিএনজি ষ্ট্যান্ডে চাঁদা আদায়ের প্রতিবাদে গতকাল মঙ্গলবার সিএনজি ড্রাইভাররা বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে সিএনজি ড্রাইভাররা জানান, মাছ বাজার সিএনজি ষ্ট্যান্ডের কেরানী আবদুল মালেক প্রতি সিএনজি ৪০ টাকা হারে চাঁদা আদায় করে আসছে।

এছাড়াও কোন ড্রাইভার গাড়ী না চললেও কেরানী মালেক জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। এতে করে সকল ড্রাইভারদের মাঝে চরম অস্তোষ বিরাজ করছে। একাধিক ড্রাইভার জানান, কেরানী মালেক থানায় মাসিক চাঁদা দেওয়ার কথা বলে ড্রাইভারদের কাছ থেকে ৩৫০ থেকে ৩৮০ টাকা হারে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।

এ ব্যাপারে মাছ বাজার সিএনজি ষ্ট্যান্ড কেরানী মালেক পাটোয়ারী জানান, বড়ভাইদের নির্দেশে চাঁদার টাকা উত্তোলন করি। আমি শুধু আমার দায়িত্ব পালন করি। এ ব্যাপারে রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়া সাংবাদিদের জানান, চাঁদা দেওয়া নেওয়ার বিষয়টি আমি জানি না। কেউ যদি থানার নাম বিক্রি করে কিছু করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/অ.আ আবীর আকাশ/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত