বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চিরিরবন্দরে কীটনাশক দোকানে চুরি

চিরিরবন্দরে কীটনাশক দোকানে চুরি

চিরিরবন্দর (দিনাজপুর), ১৮ এপ্রিল, এবিনিউজ: দিনাজপুরের চিরিরবন্দরে রাতের অন্ধকারে ভাই ভাই ট্রেডার্স নামক একটি কীটনাশক দোকানের তালাভেঙ্গে চোরেরা আনুমানিক ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ চুরির ঘটনাটি গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার পুনট্টি ইউনিয়নের গমিরাহাটে ঘটেছে।

দোকানের মালিক নয়ন কাজি জানান, হাট শেষে আমি দোকানে তালা লাগিয়ে দিয়ে বাড়িতে চলে যাই। সকালে হাটে এসে দোকান খুলে দেখতে পান দোকানে প্রয়োজনীয় মালামাল নেই। তাই গুদামঘরে ওষুধ আনতে গিয়ে দেখতে পান গুদামের তালাগুলো খোলা অবস্থায় রয়েছে। চোরেরা অন্তত ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এসব ওষুধ বিভিন্ন কোম্পানীর নিকট থেকে আমি বাকিতে ক্রয় করেছি। এখন কিভাবে পাওনাদারদের পাওনা পরিশোধ করবো তা ভেবে পাচ্ছি না।

হাট কমিটির সভাপতি দেলোয়ার হোসেন কাজি জানান, হাটে পাহারাদার থাকাবস্থায়ও চুরির ঘটনাটি ঘটেছে। এতে ব্যবসায়ীদের মধ্যে উৎকন্ঠা ও চুরি আতঙ্ক বিরাজ করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম চুরির ঘটনার কথা শুনেছি। তবে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত