শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফুলবাড়ীতে বিজিবির উপর হামলায় মামলা দায়ের: আসামী ১১

ফুলবাড়ীতে বিজিবির উপর হামলায় মামলা দায়ের: আসামী ১১

ফুলবাড়ীতে বিজিবির উপর হামলায় মামলা দায়ের: আসামী ১১

ফুলবাড়ী (কুড়িগ্রাম), ১৮ এপ্রিল, এবিনিউজ: পুরুষ শুন্য হয়ে পড়েছে পশ্চিম অন্নতপুরের একটি গ্রাম, আতংঙ্কে রাত কাটাছে সাধারন মানুষের। কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবির উপর হামলা করায় অনন্তপুর ক্যাম্পের (৫৫৩৭৯) নং- হাবিলদার মো. সোবহান হোসেন বাদী হয়ে ১১ জনকে প্রধান আসামী করে অঙ্গাত নামা ৩০/৩৫ জনের নামে মামলা দায়ের করেছে ফুলবাড়ী থানায়। (মামলা নং-১৫)।

আসামীরা হলেন ফুলবাড়ী ও নাগেশ্বরী থানার পশ্চিম রামখানা ইউনিয়নের আটককৃত মৃত- আজিজার রহমানের ছেলে আইয়ুব আলী (৫৫), অনন্তপুর গ্রামের রমজান আলীর ছেলে, আমিনুর রহমান (৫৫), উভয় পিতা মৃত- আনসার আলীর ছেলে, আমিনুল ইসলাম (৪০), আব্দুর রশীদ (৩২), নমিজ উদ্দিন(৩৫), নাজমুল হক (৩০), মজিবর রহমানের ছেলে মোফাজ্জল হোসেন মোভা(৩২), মৃত ইনছার ব্যাপারীর ছেলে বাদল মিয়া (৩৫), লাড্ডু মিয়ার ছেলে মজিত মিয়া(৫১), মৃত মজাহার আলীর ছেলে এমদাদুল হক এমদাদ(৪৫), আইয়ুব আলীর স্ত্রী মোছা: রশিদা বেগম (৪৮)।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী জানান, আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত