![সুন্দরগঞ্জে আরডিআরএস’র কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/abnews-24.bbbbbbbbbbbbbbb_135808.jpg)
সুন্দরগঞ্জ (গাইবান্ধা), ১৮ এপ্রিল, এবিনিউজ: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জরুরী পুনর্বাসন ও ক্ষমতায়ানে আরডিআরএস প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধবার আরডিআরএস কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দাতা সংস্থা ইউকে এইডের অর্থায়নে ইউএনওপিএস ড্যানচার্চ এইড এর সহয়তায় বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির জরুরী পূনর্বাসন ও ক্ষমতায়নে (ফ্রি) প্রকল্পের প্রকল্প সমাপনী কর্মশালা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) আবু বাক্কার সিদ্দিক, সমাজ সেবা কর্মকর্তা গোলাম আযম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি রাশিদুল আলম চাঁদ, সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোশাররফ হোসেন বুলু, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার পোরশিয়া রহমান, কো-অডিনেটর আব্দুর রশিদ, ফিল্ড মনিটর জয়দেব চন্দ্র, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মহিলা সদস্য বুলবুলি বেগম প্রমুখ ।
উল্লেখ উপজেলার বন্যায় দুর্গত ২টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১ হাজার ৬’শ ৫০ পরিবারকে দুর্যোগের হাত থেকে রক্ষার্থে ও স্বাবলম্ভি করতে আরডিআরএস প্রকল্পের মাধ্যমে বাড়ি ভিটা উচু করণ, বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হয়।
এবিএন/শাহ মো. রেদওয়ানুর রহমান/জসিম/তোহা