
জগন্নাথপুর (সুনামগঞ্জ), ১৮ এপ্রিল, এবিনিউজ: জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুর রহমান মোশাহিদকে আর্থিক দুর্নীতি, নিয়োগ বানিজ্য, বিদ্যালয়ের টাকা আত্মসাত ও স্বাধীনতা দিবস উদযাপনে বাধা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ে আয়োজিত ম্যনেজিং কমিটির জরুরী সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য শাহানশাহ মিয়া। সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুর রহমান মোশাহিদকে বিভিন্ন দুর্নিতীর অভিযোগে বরখাস্ত করা হয়।
ম্যানেজিং কমিটির ৮জন সদস্য স্বাক্ষরিত রেজ্যুলেশনে উল্লেখ করা হয়, ২০১৭সালের ৮ফেব্র“য়ারি রৌয়াইল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সিলেট শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদন হয়ে ২০১৭সালের ১৯ফেব্র“য়ারি হতে কমিটির কার্যক্রম শুরু হয়। এর পর থেকে বিদ্য্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুর রহমান মোশাহিদ সভায় উপস্থিত না হয়ে বাড়িতে বসেই রেজুলেশনে স্বাক্ষর ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর সরকারি বেতন বিলে স্বাক্ষরের সময় টাকা চাওয়া, অফিস সহকারী মাসুদ রানার এমপিও ফাইলে স্মাক্ষরে ৪লক্ষ টাকা দাবীসহ ম্যানেজিং কমিটির সভায় অনুপস্থিত থাকেন।
বিদ্যালয়ে উন্নয়নমূলক কাজে অসহযোগিতাসহ মহান স্বাধীনতা দিবসে বাধা প্রধানের বিষয়টিও রেজুলেশনে উল্লেখ করা হয়। তাছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুর রহমান মোশাহিদ কর্তৃক প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত থাকার পরও শিক্ষক হাজিরা খাতায় প্রধান শিক্ষকের স্বাক্ষরের কলামে সাময়িক বরখাস্ত করা হল লিখায় সভায় নিন্দা জানানো হয়। ২০১৭সালের ২৫সেপ্টেম্বর ম্যানেজিং কমিটির সভায় সভাপতি শহীদুর রহমান মোশাহিদের উপর অনাস্তা পোষন করে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অবিহিত করা হয়েছে। গত ১৭এপ্রিলের ম্যানেজিং কমিটির সভায় উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ম্যানেজিং কমিটির পদ শুন্য করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছলাম উদ্দিন ফকিরকে দায়িত্ব দেয়া হয়।
ম্যানেজিং কমিটির ৬১নং সভায় ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুর রহমান মোশাহিদকে সাময়িক বরখাস্তের বিষয়ে সদয় অবগতির জন্য মহা-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা, জেলা প্রশাসক সুনামগঞ্জ, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট, জেলা শিক্ষা কর্মকর্তা সুনামগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জগন্নাথপুরকে অনুলিপি প্রেরণ করা হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছলাম উদ্দিন ফকির জানিয়েছেন।
রৌয়াইল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শহীদুর রহমান মোশাহিদকে সাময়িক বরখাস্তের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম মোখলেছুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
এবিএন/রিয়াজ রহমান/জসিম/তোহা