শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গফরগাঁওয়ে ইউপি সদস্যের মৃত্যু: পরিবারের দাবী হত্যা

গফরগাঁওয়ে ইউপি সদস্যের মৃত্যু: পরিবারের দাবী হত্যা

গফরগাঁওয়ে ইউপি সদস্যের মৃত্যু: পরিবারের দাবী হত্যা

গফরগাঁও(ময়মনসিংহ), ১৮ এপ্রিল, এবিনিউজ: ময়মনসিংহের গফরগাঁওয়ে শহিদুল্লাহ সোহাগ(৫৫)নামে পাচঁবাগ ইউনিয়নরে এক ইউপি সদস্যের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে । তার স্বজনদের দাবী স্বাসরোধ করে হত্যা করে ফেলে রাখে র্দুবৃত্তরা । ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল গ্রামে। খবর পেয়ে পাগলা থানা পুলিম লাশ উদ্দার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, উপজেলার পাঁচবাগ ইউনিয়নের খুরশিদ মহল এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল্লাহ সোহাগের বাড়িতে ঝড় বৃষ্টির কারনে বাড়িতে ২দিন যাবত বিদুৎ না বাড়ির পাশে মসজিদে মোবাইল ফোন র্চাজ করার কথা বলে বাড়ি থেকে বের হয় ।গভীর রাত র্পযন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজ করে বাড়ির পাশে একটি পরিতেক্ত পুকুরের পাশে মৃত অবস্থায় পরে থাকতে দেখে ।

পরিবারের লোকজনের ধারণা কেউ স্বাসরোধ করে হত্যা করে পুকুর ঘাটের সামনে লাশটি ফেলে যায়। খবর পেয়ে আজ বুধবার সকালে পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম ফকরুল বলেন, শহিদুল্লাহ সোহাগের মৃত্যু নিয়ে তার পরিবার ও এলাকাবাসীর সন্দেহ হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পাগলা থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, ময়নাতদন্তের রিপেটের ভিতিত্তে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে ।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত