শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

সিংড়ায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

সিংড়ায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

সিংড়া (নাটোর), ১৮ এপ্রিল, এবিনিউজ: নাটোরের সিংড়া পৌর এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এসময় সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস,সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম, কাউন্সিলর দেদার হায়াত বেনু,মিজানুর রহমান,জাহাঙ্গীর আলম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিংড়া পৌরসভার মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস জানান, সিংড়া পৌরসভা ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত। সম্প্রতি মশার উপদ্রবের কারনে পৌরবাসীর কথা চিন্তা করে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে।

এবিএন/রাকিবুল ইসলাম/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত