শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ভালুকায় ব্লেড দিয়ে স্কুল ছাত্রীর শরীর ক্ষতবিক্ষত: প্রতিবাদে রাস্তা অবরোধ
ধর্ষণে ব্যর্থ হয়ে

ভালুকায় ব্লেড দিয়ে স্কুল ছাত্রীর শরীর ক্ষতবিক্ষত: প্রতিবাদে রাস্তা অবরোধ

ভালুকায় ব্লেড দিয়ে স্কুল ছাত্রীর শরীর ক্ষতবিক্ষত: প্রতিবাদে রাস্তা অবরোধ

ময়মনসিংহ, ১৮ এপ্রিল, এবিনিউজ: ময়মনসিংহের ভালুকায় ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুল ছাত্রীর শরীর ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে নাঈম নামের এক বখাটে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ধর্ষণ চেষ্টার খবর পেয়ে বুধবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। পড়ে পুলিশ বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত নাঈম হবিরবাড়ি এলাকার একটি ডায়িং মিলের কর্মচারী।

পুলিশ জানায়, মেয়েটি হবিরবাড়ির সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বোনের বাসায় থেকে মেয়েটি পড়ালেখা করত। মঙ্গলবার রাতে মেয়েটি বাসা থেকে বাইরে বের হলে নাঈম তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়ে মেয়েটির গায়ে ব্লেড দিয়ে আঘাত করে। তার শরীরের বিভিন্ন জায়গা কেটে গেছে। তাকে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির অবস্থা আশঙ্কজনক বলে জানা গেছে।

ভালুকা থানার ওসি মামুন অর রশিদ বলেন, অভিযুক্ত নাঈমকে এখনও আটক করতে অভিযান অব্যহত রয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত