ঢাকা, ১৮ এপ্রিল, এবিনিউজ : আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি হবে টি-টোয়েন্টির। আজ বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানালেন সিরিজের ধরন চূড়ান্ত হওয়ার খবর। সিরিজের সূচি ঠিক হয়নি এখনও। তবে হওয়ার কথা জুনের প্রথম সপ্তাহে। ভেন্যু নিয়ে অনেক আলোচনা চললেও আফগানিস্তানের প্রস্তাবিত ভেন্যু দেরাদুনই ঠিক হয়ে আছে এখনও।
বিসিবি সভাপতি জানালেন, সিরিজে কয়টি ম্যাচ হবে, এটি নিয়ে এখন চলছে আলোচনা। আমরা তিনটির কথা বলেছিলাম, ওরা অনুরোধ করেছে চারটি টি-টোয়েন্টি খেলতে। আমি বলেছি, এখানে আমার কিছু বলার নেই। কোচ ও ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আমাদের ক্রিকেট অপারেশন্স এটা ঠিক করবে।
বিসিবি সভাপতি জানান, ভেন্যু দেরাদুনই ঠিক আছে এখনও। অন্যান্য যে সব ভেন্যু নিয়ে আলোচনা ছিল, বেঙ্গালুরু বা মুম্বাই বা অন্যান্য জায়গা আমরা চিন্তা-ভাবনা করছিলাম, সমস্যা হলো সে সব এখন ফাঁকা নেই। এই মুহূর্তে অন্য কোনো ভেন্যুর নিশ্চয়তা আমরা ওদের কাছ থেকে পাচ্ছি না। অন্তত ১৫ দিন আগেও ভেন্যু না জানানো হলে এটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এজন্য আমরা ধরেই নিচ্ছি যে দেরাদুনেই হবে।
বিসিবি সভাপতি আরও জানালেন, বাংলাদেশের ভবিষ্যৎ সূচিতে টি-টোয়েন্টি কম বলে ওয়ানডে বাদ দিয়ে টি-টোয়েন্টিতে আগ্রহী হয়েছে বাংলাদেশ। আমাদের টি-টোয়েন্টি খুবই কম। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। খুব সামনে না, তবে যে সময় আছে, এখানে টি-টোয়েন্টি খেলাই নেই। বেশিরভাগই আছে টেস্ট ও ওয়ানডে। এজন্য আমরা চেয়েছি টি-টোয়েন্টি খেলাই ভালো।
এবিএন/মমিন/জসিম