![কালিহাতীতে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় ছাত্র আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_135827.jpg)
টাঙ্গাইল, ১৮ এপ্রিল, এবিনিউজ: কালিহাতী বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ২য় বর্ষের ছাত্র শুভ দাস ইসলাম ধর্ম ও নবী মুহম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় কলেজের ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠে। মূহূর্তের মধ্যে কলেজ ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভ দাসকে আটক করে আজ বুধবার দুপুরে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড চেয়েছে। সে টাঙ্গাইল থানা পাড়া শান্তিকুঞ্জ মোড় এলাকার মিন্টু দাসের ছেলে।
শিক্ষার্থীরা জানান, সনাতন ধর্মালম্বী একটি ফেইসবুক গ্রুপ থেকে ইসলাম ধর্ম ও নবী মুহম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি করে ফেইসবুকে পোস্ট দেয়। সেই পোস্টটি শুভ দাস তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে শেয়ার করে। মূহূর্তের মধ্যে কলেজ ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় মুসুল্লি ও শিক্ষার্থীদের চাপে মুখে প্রিন্সিপাল পরিস্থিতি সামাল দিতে শুভ দাসকে পুলিশের নিকট ধরিয়ে দেন।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি (তদন্ত) মনসুর আলী জানান, শুভ দাসের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এবিএন/তারেক আহমেদ/জসিম/তোহা