![ঘাটাইলের জামুরিয়া ইউনিয়নে মা ও সুধী সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_135828.jpg)
ঘাটাইল(টাঙ্গাইল), ১৮ এপ্রিল, এবিনিউজ: আজ বুধবার ঘাটাইলের জামুরিয়ারে ইউনিয়নের মমরেজ গলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গঁনে এক মা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। জামুরিয়া ইউনিয়ন পরিষদ এ সমাবেশের আয়োজন করে। মাদক, বাল্যবিবাহ প্রতিরোধ ও মান সম্মত শিক্ষা নিশ্চিতকরন বিষয়ক এই সমাবেশে প্রধান অতিথী ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা আহমেদ। সমাবেশের উদ্বোধন করেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মহি উদ্দিন পিপিএম।
জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান শামীম খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জিবিজি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শামসুল আলম মনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম শামসুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার সেলিমা আখতার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জি এম ফুয়াদ মিয়া, মমরেজ গলগন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, শিক্ষক আবুল কালাম আজাদ, ইউপি সদস্য লেবু মিয়া প্রমূখ।
সমাবেশে জামুরিয়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমাবেশে জামুরিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের মা, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এবিএন/ নজরুল ইসলাম/জসিম/তোহা