![বোয়ালখালীতে এক গৃহবধূর লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_135831.jpg)
বোয়ালখালী (চট্টগ্রাম), ১৮ এপ্রিল, এবিনিউজ: বোয়ালখালীতে শামীমা আকতার নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ১৮ এপ্রিল বিকেল ৩টার দিকে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের লুদুরি পাড়ায় গিয়াস উদ্দীনের ঘর থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত শামীমা আকতার গিয়াস উদ্দীনের স্ত্রী। ঘটনার পর থেকে গিয়াস উদ্দীন পলাতক রয়েছে।
জানা গেছে, পটিয়া উপজেলার কোলাগাঁও বাণীগ্রাম এলাকার আবুল কাশেমের মেয়ে শামীমা আকতারের সাথে প্রায় ৩ বছর আগে বোয়ালখালী উপজেলার আহ্লা করলডেঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের লুদুরি পাড়ার মৃত ফজল কাদেরের তৃতীয় পুত্র গিয়াস উদ্দিনের (২৮) সাথে সামাজিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দেড় বছর বয়সী জান্নাত আকতার নামে এক কন্যা সন্তান রয়েছে। গিয়াস উদ্দিন এলাকায় লেবু ব্যবসার পাশাপাশি গাড়িও চালান।
নিহত শামীম আকতারের বড় ভাই শফিউল আলম জানান, গিয়াস প্রায় সময় শামীম আকতারকে যৌতুকের জন্য মারধর করতো। গত ১৫দিন আগে শামীমাকে মারধর করলে সে বাপের বাড়ীতে চলে যায়। গত মঙ্গলবার বিকেলে শামীমার চাচাত ভাই শামীমাকে স্বামীর বাড়িতে নিয়ে আসলে গিয়াস তাকে ঘরে ঢুকতে দেয়নি। অনেক মিনতির পর স্থানীয় মেম্বারের উপস্থিতিতে সন্ধ্যায় ঘরে ঢুকতে দেয় গিয়াস। ওই দিন রাতে আবারো ঝগড়া করে মারধর করে গিয়াস। এতে রাতে খাবার রান্না না করে ঘুমিয়ে পড়ে তারা। গিয়াস পরিকল্পিত ভাবে শামীমাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে ঘরের চালা কেটে পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
গিয়াসের মা ফরিদা বেগম জানান, রাত ১টার দিকে গিয়াসের শোরগোল শুনে ঘর থেকে বেড়িয়ে জানতে পারি, গিয়াস ঘর থেকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে তার স্ত্রী শামীমা ঘরের দরজা লাগিয়ে দিয়েছে। পরে দা দিয়ে চাল কেটে ঘরে ঢুকে দেখতে পায় ঘরের ছাদ বীমের সাথে গলায় শাড়ি পেঁছিয়ে আত্মহত্যা করেছে শামীমা।
স্থানীয় ইউপি সদস্য মাহমুদ করিম বলেন, তাদের মধ্যে বিয়ের পর থেকেই কলহ লেগেই ছিলো। এ নিয়ে ইতিপূর্বে একাধিকবার সামাজিকভাবে নিষ্পত্তি করেছি। মঙ্গলবার রাত ১টার দিকে গিয়াস আমাকে ফোনে তার স্ত্রী ফাঁস খেয়েছে জানিয়ে তার বাড়ি যেতে বলে। পরে ঘটনাটি আমি পুলিশকে অবহিত করি।
থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে ঘরের ছাদ বীমের সাথে গলায় শাড়ী পেচানো ঝুলন্ত অবস্থায় শামীমার মরদেহ উদ্ধার করি। তবে ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মুখ খুলতে রাজি হননি তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাস বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়না তদন্তে মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
এবিএন/রাজু দে/জসিম/তোহা