বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সারিয়াকান্দিতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি গঠন

সারিয়াকান্দিতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি গঠন

সারিয়াকান্দিতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি গঠন

সারিয়াকান্দি (বগুড়া), ১৮ এপ্রিল, এবিনিউজ: বগুড়ার সারিয়াকান্দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে উপজেলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। তৃনমূল পর্যায়ে মাদক নির্মূল, বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন বন্ধ সহ বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলের লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকালে থানা চত্বরে আয়োজিত কমিটি গঠন পূর্বক অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন- আগামী প্রজন্ম যাতে কোন ভাবে ভুল পথে অগ্রসর না হয় এজন্য সকল ছাত্রছাত্রীদের ভুমিকা রাখতে হবে।

তৃনমুল পর্যায়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড রোধে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটির সকলকে ঐক্যবদ্ধ থেকে সচেতনতামুলক কর্মসূচীর মাধ্যমে অপরাধীদের অপরাধ থেকে বিরত রাখা সম্ভব। এসময় আরও বক্তব্য রাখেন, থানা কমিউনিটি পুলিশিং অফিসার এসআই সুব্রত কুমার ঘোষ। পরে সারিয়াকান্দি ডিগ্রি কলেজের শিক্ষার্থী মুশফিকুর রহমান সৌমিক কে সভাপতি, চন্দনবাইশা ডিগ্রি কলেজের শিক্ষার্থী আল আমিন কে সাধারন সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ঠ উপজেলা স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়।

এবিএন/লিটন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত