বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ), ১৮ এপ্রিল, এবিনিউজ: ময়মনসিংহের গফরগাঁওয়ের সড়ক র্দুঘটনায় গুরুতর আহত ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খায়রুল আলম(৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। খায়রুল আলম এক কন্যা সন্তানের জনক ছিলেন। আজ বুধবার বাদ মাগরিব ধোপাঘাট সরকারি স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, খায়রুল আলম গত রবিবার সকালে গফরগাঁও পৌর শহরের কলেজ রোডে মটরসাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর হয় । তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতলে পরে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বুধবার সকালে অতিরিক্ত রক্ত খরণ জনিত কারণে মৃত্যু বরণ করেন। খায়রুল আলমের মৃত্যুতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

এবিএন/নাজমুল হক বিপ্লব/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত