![গোবিন্দগঞ্জ পুলিশ কর্তৃক কষ্টি পাথরের মূর্তি উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/18/gaibandha-abnews_24_135840.gif)
গাইবান্ধা, ১৮ এপ্রিল, এবিনিউজ : গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশাল আকারের মহা মূল্যবান কষ্টি পাথরের মূতি উদ্ধার করেছে।
জানা গেছে, উপজেলার শাখাহার ইউপির শিহিগাঁও গ্রামে ময়েজ উদ্দিনের পুত্র আব্দুল কদ্দুছ তার নিজস্ব পুকুর খনন কালে মূর্তিটি পায়। সে এই মহা মূল্যবান মুর্তি টি আত্মসাতের জন্য বাড়ীর পিছনে অন্য একটি পুকুরের পানিতে লুকি রাখেন।
আজ বুধবার সকালে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাফিউল আলম ও থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম সঙ্গীয় ফোর্সসহ আব্দুল কদ্দুছের বাড়ীতে অভিযান পরিচালনা কালে তার কথা মতো পানি ভর্তি পুকুর থেকে এই বিশাল আকারের মহা মূল্যবান মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানা সূত্রে জানা গেছে, মূর্তিটি ব্যাপারে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ দ্বারা যাচাই বাচাইয়ের পর প্রকৃত নাম, ওজন ও মূল্য নির্ধারন করা যাবে। তবে প্রত্যক্ষদর্শীরা জানান মূর্তিটির ওজন আনুমানিক ৩/৪ মন হতে পারে বলে ধারনা করেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/নির্মল