সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • বালিয়াডাঙ্গীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বালিয়াডাঙ্গীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বালিয়াডাঙ্গীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাও), ১৮ এপ্রিল এবিনিউজ : আজ বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিগণের সাথে ঠাকুরগাওয়ের নবাগত জেলা প্রশাসক মো. আখতারুজ্জামান মত বিনিময় করেন।

সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি এবং গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান এর সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. ফিরোজ জামান জুয়েল, সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বেলাল রব্বানী, পাড়িয়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব বুলবুল, বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান ,উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক জুলফিকার আলী, সাংবাদিক রমজান আলী।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সকলের কাছে পরামর্শ বক্তব্য দিতে বলেন। পরে সকলে একাধিক বিষয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক বলেন “ দেশে খাদ্য অভাব নাই বললেই চলে,তাই সরকার এ বছর গম ক্রয় না করে ধান ক্রয়ের বলে সিদ্ধান্ত নিয়েছেন। এ জেলা খাদ্যে রপ্তানিকরার মতো জেলা। বালিয়াডাঙ্গী উপজেলার অনেক সমস্যার কথা শুনলাম। আমি আমার জায়গা থেকে এ সমস্যা গুলো সমাধানের চেস্টা কবর।”

প্রধান অতিথির আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি বলেন, বালিয়াডাঙ্গীতে আইন শৃংখলা ভাল হলেও গত ১৩ মার্চ আমার বাড়ীর ডাকাতির ঘটনাটি আমাকে ক্ষতিগ্রস্থ করেছে। ডাকাতির ঘটনায় আক্রান্ত হয়ে আমার স্ত্রী মারা গেছেন। আমার বাড়ীর ডাকাতি ঘটনায় জড়িতদের সংগে পুলিশ এখন পর্যন্ত সাক্ষাত করতে দেয়নি।

ডাকাতির ঘটনায় যে ডাকাত সাক্ষী ছিল তাকে অদৃশ্য ইঙ্গিতে পুলিশ ক্রসফায়ারে নিহত করল। এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমাকে হেও করা। দলের এক নেতাকে ইংগিত করে বলেন, বিরোধী দল বলতে পারে আমি উন্নয়ন করিনি । যার বাড়ীর রাস্তা পাকা করে দিয়েছি সে কিভাবে বলে আমি উন্নয়ন করিনী ।

আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি তারঁ বাসার ডাকাতি ঘটনার ৩৫ দিন পর আজ বুধবার বিকালে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় মুখ -খুললেন, তিনি আরো বলেন, ঘটনার সময় আমার দুই ছেলে বড় মেয়ে সহ আমি দেশের বাইরে চিকিৎসার জন্য দেশের বাইরে অবস্থান করছিলাম । দুওসুও ইউনিয়নের কালমেঘ এলাকায় সংঘবদ্ধ হয় ।

ডাকাতি শেষে ঐ ইউনিয়নের কিছু জিনিস পত্র ফেলে যায় এবং পার্শ্বে এক জনের বাড়ীতে ডাকাতরা আশ্রয় নেয় ।

এবিএন/মো. রমজান আলী/জসিম/এনকে

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত