বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

সুস্থতার জন্য প্রতিদিন টক দই খান

সুস্থতার জন্য প্রতিদিন টক দই খান

ঢাকা, ১৯ এপ্রিল, এবিনিউজ : এখন প্রকৃতিতে চলছে গ্রীষ্মকাল। এ গরমের সময় সুস্থ থাকতে নিয়মিত টক দই খাওয়ার বিকল্প নেই। জেনে নিন টক দইয়ের উপকারিতা।

* শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় টক দই।

* টক দইয়ের উপকারী ব্যাকটেরিয়া ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং শরীরের উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম শক্তি ঠিক রাখে।

* টক দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ও কোলন ক্যানসারের রোগীদের জন্য উপকারী।

* দইয়ের ব্যাকটেরিয়া হজমে সহায়ক। তাই এটি পাকস্থলির জ্বালাপোড়া কমায়।

* এতে প্রচুর ক্যালসিয়াম, ভিটামিন বি৬, বি ফাইভ ও ভিটামিন বি ১২ রয়েছে। এগুলো সুস্থতার জন্য অপরিহার্য।

* টক দই থেকে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি পাওয়া যায় যা হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে

* কম ফ্যাট যুক্ত টক দই রক্তের ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল কমায়। যারা দুধ খেতে পারেন ন তারা টক দই দুধের বিকল্প হিসেবে খেতে পারেন।

* এর আমিষ দুধের চেয়ে সহজে হজম হয়।

* টক দই রক্ত শোধন করে

সূত্র : ইন্টারনেট

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত