![ডোমারে ট্রাকচাপায় খাদ্যগুদাম কর্মকর্তা নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/road-accident (2)_135869.jpg)
নীলফামারী, ১৯ এপ্রিল, এবিনিউজ : নীলফামারীর ডোমারে দশ চাকার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চিলাহাটি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক(৫৩) নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাতে ডোমার-নীলফামারী সড়কের সোনারায় তেলপাম্প সংলগ্ন এলাকায় দশচাকার পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিক্যেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করেন।
ওবায়দুল হকের গ্রামের বাড়ী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার তালুকভান গ্রামে। বৃহস্পতিবার বাদ আছর গ্রামের বাড়ী গঙ্গাচড়ার তালুকভান গ্রামে জানাযার নামাজ শেষে তার দাফনকাজ সম্পন্ন হবে।
ডোমার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মোফাচ্ছল হোসেন জানান, গতকাল নীলফামারীতে মাসিক সমন্বয় সভা শেষে রাতে মোটরসাইকেল যোগে কর্মস্থল চিলাহাটি আসার পথে সোনারায়ের তেলপাম্প সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে থেকে আসা দশচাকার পাথর বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি মাটিতে লুটিয়ে পরেন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ডোমার থানার অফিসার ইন চার্জ মোঃ মোকছেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
ডোমারে দীর্ঘদিন থেকে দশচাকা ট্রাক বন্ধের দাবী জানিয়ে আসছিল স্থানীয়রা। দশচাকা ট্রাক বন্ধের দাবীতে আগামী ২৫ এপ্রিল রেলঘুন্টি মোড়ে মানববন্ধনের ঘোষনাও দিয়েছেন ডোমার প্রেসক্লাব সম্পাদক মো. আসাদুজ্জামান চয়ন। কিন্তু তার আগেই চিলাহাটি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হকের প্রান কেড়ে নিল দশ চাকার ঘাতক ট্রাক।
এবিএন/মোঃআব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর