শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কুমিল্লায় ট্রাক চাপায় বিজিবির ল্যান্স নায়েক নিহত

কুমিল্লায় ট্রাক চাপায় বিজিবির ল্যান্স নায়েক নিহত

কুমিল্লায় ট্রাক চাপায় বিজিবির ল্যান্স নায়েক নিহত

কুমিল্লা, ১৯ এপ্রিল, এবিনিউজ : কুমিল্লায় ট্রাক চাপায় আবুল কালাম নামের এক বিজিবি’র ল্যান্স নায়েক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম কুমিল্লাস্থ ১০ বিজিবির আওতাধীন চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন।

চৗদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সাল জানান, রাতে মহাসড়কে বিজিবির টহলকালে বিজিবির ল্যান্স নায়েক আবুল কালাম একটি সন্দেহজনক সিএনজি চালিত অটোরিক্সায় তল্লাশী করছিলেন। এ সময় বেপরোয়া গতিতে চট্টগ্রামগ্রামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে: কর্নেল খন্দকার গোলাম সারোয়ারসহ বিবিজির পদস্থ কর্মকর্তা ও নিহতের সহকর্মীরা ঘটনাস্থলে যান। ট্রাকটিকে পুলিশ আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

এবিএন/ শাকিল মোল্লা/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত