![বাউফলে স্বাভাবিক প্রসবসেবা জোরদার করন কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/bauphal-kormoshala_135871.jpg)
বাউফল (পটুয়াখালী) , ১৯ এপ্রিল, এবিনিউজ : পটুয়াখালীর বাউফলে পরিবার কল্যান মন্ত্রনালয়ের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান বেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসবসেবা জোরদার করন দিনব্যাপী এক অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাউফল মুক্তিযোদ্ধা অডিটিরিয়মে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,স্থানীয় এমপি ও মহান জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম ফিরোজ।
বিশেষ অতিথি ছিলেন, কাজী আ,খ,ম মহিউল ইসলাম, অতিরিক্ত সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়, ব্রজগোপাল ভৌমিল যুগ্ন সচিব, পরিচালক, পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগ ডা.মোহাম্মদ শরীফ পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা, ডাঃ মোজাহেদুল ইসলাম জেলা সিভিল সার্জন, ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ জামান,মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম সহ প্রমুখ ।
এছাড়াও মাঠ পর্যায়ের কর্মকর্তা,সাংবাদিক, স্থানীয় সুধী, ইউপি চেয়ারম্যান ওএনজিও কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।
এবিএন/মোঃ দেলোয়ার হোসেন/জসিম/নির্ঝর