![ব্রাহ্মণবাড়িয়াবাসীর ভালোবাসায় আমি অভিভূত: এসপি মিজান](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/19/akhaura-police_135874.jpg)
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) , ১৯ এপ্রিল, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার সদ্য অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত মো. মিজানুর রহমান বলেন ব্রাহ্মণবাড়িয়াবাসীর ভালোবাসায় আমি অভিভূত, কৃতজ্ঞ। তিনি বলেন, ২০ বছরের চাকুরী জীবনে এত ভালোবাসা ও সহযোগিতা আর কোথাও পাইনি। ব্রাহ্মণবাড়িয়া এসে আমার পুনর্জন্ম হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াকে তিনি তার সেকেন্ড হোম বলেও আখ্যায়িত করেন।
আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া থানা পুলিশের দেয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার মিজান বলেন, প্রথমে আমি একজন মানুষ। তারপর পুলিশ। আজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এসময় ব্রাহ্মণবাড়িয়ায় কাটানো ২ বছর ১০ মাসের চাকুরী জীবনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। তবে জেলার প্রত্যন্ত উপজেলাগুলোতে বেশি করে যেতে না পারারও আক্ষেপ করেন তিনি।
তিনি বলেন, ইচ্ছা থাকা সত্বেও ব্যস্ততার কারণে প্রত্যন্ত উপজেলাগুলোতে বেশি যেতে পারিনি। বেশি মানুষের সেবা করতে পারিনি। এসপি মিজান আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছে। সময় সুযোগ পেলেই তিনি ব্রাহ্মণবাড়িয়ায় ছুটে আসবেন বলে ইচ্ছা প্রকাশ করেন।
আখাউড়া থানা পুলিশের উদ্যোগে থানা চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষা-শিক্ষিকা, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়েদ, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, পৌরমেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা, মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ্, পল্লী বিদ্যুতের ডিজিএম আহমদ শাহ আল জাবের, সাংবাদিক মানিক মিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আখাউড়া থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার।
অনুষ্ঠান শেষে সদ্য বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমানকে উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী অফিস, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেয়া হয়।
এবিএন/ হান্নান খাদেম/জসিম/নির্ঝর