খানসামা (দিনাজপুর), ১৯ এপ্রিল, এবিনিউজ : দিনাজপুরের খানসামায় বাংলাদেশ কৃষক লীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে পাকেরহাটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা আহম্মেদ শাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, আংগারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ধীমান দাস, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম সহ উপজেলা কৃষকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এবিএন/এস.এম.রকি/জসিম/নির্ঝর